যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ সেপ্টেম্বর উদযাপিত হয়েছে ৩১ দফা ক্যাম্পেইনের মাধ্যমে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ কাজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কবি জসিমউদ্দীনের কন্যা ও ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সমাজকর্ম গবেষক এবং ওয়াশিংটন ভিত্তিক পলিটিক্যাল থিংক ট্যাংকের নির্বাহী প্রধান গোলাম রাববানী নয়ন বাংগালী।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিটি কাউন্টির প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা করেন।
নয়ন বাংগালী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকে খালেদা জিয়ার ভিশন ২০৩০ দেশকে এগিয়ে নিয়ে ৩১ দফা এখন রাষ্ট্র পরিচালনার মূল নকশা। তবে সব বাস্তবায়নের জন্য যোগ্য নেতৃত্ব উন্নয়ন প্রয়োজন, যেখানে কর্মীরা নেতার সহযোদ্ধা হবেন, কর্মচারী নয়।”