নেতানিয়াহু সরকারের নির্দেশে গাজায় সামরিক অভিযান সীমিত করল ইসরায়েল

নেতানিয়াহু সরকারের নির্দেশে গাজায় সামরিক অভিযান সীমিত করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইসরায়েল সরকার গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের পরিধি সীমিত করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর রেডিও। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সেনাদের কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপে সীমাবদ্ধ থাকতে বলেছে।

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আর্মি রেডিওর মুখপাত্র এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন, সেনাদের ‘ন্যূনতম পর্যায়ে’ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গাজা সিটি দখলের লক্ষ্য নিয়ে চলমান আগ্রাসনও আপাতত স্থগিত করা হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে ইসরায়েলের হাতে থাকা সকল জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এর পরপরই ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অভিযান সীমিত করার এমন সিদ্ধান্ত আসতে শুরু করে।

ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করতে ইতোমধ্যে সম্মতি জানিয়েছে ইসরায়েল সরকার। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।