ভেনিজুয়েলা উপকূলে মার্কিন হা'ম'লা: মা'দ'ক বহনের অভিযোগে নৌকায় হ'ত্যা'কা'ণ্ড ৪ জন নি'হ'ত

ভেনিজুয়েলা উপকূলে মার্কিন হা’ম’লা: মা’দ’ক বহনের অভিযোগে নৌকায় হ’ত্যা’কা’ণ্ড ৪ জন নি’হ’ত

আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, শুক্রবার ভেনিজুয়েলা উপকূলে মাদক বহনের অভিযোগে একটি নৌকায় আবারও হামলার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন এই হামলাকে মাদক চক্রের বিরুদ্ধে ঘোষিত ‘সশস্ত্র সংঘাতের’ অংশ হিসেবে উল্লেখ করেছে।

হেগসেথ সামাজিক মাধ্যমে দাবি করেছেন, “নৌকাটি মাদক পাচার করছিল এবং এতে থাকা লোকজন সন্ত্রাসী।” তিনি জানান, হামলায় চারজন নিহত হয়েছেন, তবে তাদের পরিচয় বা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকটি লাতিন আমেরিকান মাদক চক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে উল্লেখ করেন, নৌকাটিতে এত পরিমাণ মাদক ছিল যা ২৫ থেকে ৫০ হাজার মানুষকে হত্যা করতে পারত। তিনি আরও বলেন, নৌকাটি ভেনিজুয়েলা উপকূলে থাকা সত্ত্বেও ‘আমেরিকান ভূখণ্ডে প্রবেশ করছিল।’ এটি ক্যারিবীয় অঞ্চলে চতুর্থ প্রাণঘাতী হামলা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জানা গেছে, ট্রাম্প আইনপ্রণেতাদের বলেছেন, মাদক পাচারকারীদের অবৈধ যোদ্ধা হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োজন। এটি কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী ক্ষমতা ব্যবহার করে যুদ্ধ পরিচালনার প্রশ্ন উত্থাপন করেছে। কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল সমালোচনা করে বলেন, “কারা নৌকায় আছে না জেনেই তাদের উড়ানো ভয়াবহ নীতি, এটি বন্ধ হওয়া উচিত।”

অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া হোয়াইট হাউসের নথিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত হয়েছে।”
সিনেট ফরেন রিলেশন্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জিম রিশ দাবি করেন, প্রেসিডেন্টের সংবিধানগত অধিকার রয়েছে কংগ্রেসের অনুমোদন ছাড়াই মাদক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

হেগসেথের নতুন হামলার ঘোষণা প্রকাশের পর ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, “যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন শুধু ভেনিজুয়েলা নয়, সমগ্র ক্যারিবীয় অঞ্চলের জন্য হুমকি।”
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, ভেনিজুয়েলা শান্তি, সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার রাখে। তিনি বলেন, “কোনো সাম্রাজ্য তা ছিনিয়ে নিতে পারবে না। প্রয়োজনে জনগণ নিরস্ত্র লড়াই থেকে সশস্ত্র লড়াইয়ে যাবে।”

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রকে ‘হত্যার’ অভিযোগে অভিযুক্ত করে বলেন, “ওই নৌকায় কোনো নারকো-সন্ত্রাসী ছিল না, সেখানে ছিল ক্যারিবীয় অঞ্চলের গরিব তরুণরা।”
একটি ভিডিওতে দেখা গেছে, খোলা সমুদ্রে চলা ছোট নৌকা হঠাৎ বিস্ফোরণে উড়ে যায় এবং অগ্নিদগ্ধ অবস্থায় পানিতে ভেসে থাকে।

মার্কিন প্রশাসনের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত চারটি হামলায় ২১ জন নিহত হয়েছেন। তবে কোন সংগঠনগুলোকে লক্ষ্য করা হয়েছে—এটি পেন্টাগন এখনও স্পষ্টভাবে জানায়নি।