গ্রেটা থানবার্গের ওপর ইসরায়েলি বাহিনীর আচরণে আন্তর্জাতিক নিন্দা

গ্রেটা থানবার্গের ওপর ইসরায়েলি বাহিনীর আচরণে আন্তর্জাতিক নিন্দা

আন্তর্জাতিক

গাজা গামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার পর ইসরায়েল থেকে বহিষ্কৃত কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী গ্রেটা থানবার্গের ওপর ইসরায়েলি বাহিনীর খারাপ আচরণের অভিযোগ করেছেন।

তুর্কি সাংবাদিক ও ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় মিডিয়াকে বলেন, তিনি দেখেছেন কীভাবে ইসরায়েলি বাহিনী গ্রেটা থানবার্গকে ‘যন্ত্রণা দিয়েছে’। তাকে ‘টেনে হেঁচড়ে নেওয়া হয়েছে’ এবং ‘ইসরায়েলি পতাকায় চুম্বন করতে বাধ্য করা হয়েছে’।

মালয়েশিয়ার মানবাধিকারকর্মী হাযওয়ানি হেলমি এবং আমেরিকান অধিকারকর্মী উইন্ডফিল্ড বিয়াভারও ইস্তাম্বুল বিমানবন্দরে একই ধরনের ঘটনা বর্ণনা করেছেন। তারা দাবী করেছেন, থানবার্গকে জোরপূর্বক ধাক্কা দেওয়া হয়েছে এবং ইসরায়েলি পতাকার সঙ্গে প্রদর্শিত করা হয়েছে।

হেলমি বলেন, “এটা এক অমানবিক ঘটনা। আইডিএফ সেনারা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে এবং আটককৃতদের খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়নি।”

বিয়াভার আরও বলেন, থানবার্গের সঙ্গে ‘ভয়ঙ্করভাবে আচরণ করা হয়েছে’ এবং তাকে একটি কক্ষে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছিল, যখন ফার-রাইট ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রী ইতামার বেন-গভি প্রবেশ করছিলেন।

এছাড়াও, গ্লোবাল ফ্লোটিলায় থাকা ইতালির সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো থানবার্গের প্রতি আচরণের কথা উল্লেখ করেছেন। তিনি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুকে বলেন, “গ্রেটা থানবার্গ, সাহসী একজন নারী, মাত্র ২২ বছর বয়সী। তাকে অপমানিত করা হয়েছে, ইসরায়েলি পতাকায় মোড়ানো হয়েছে এবং একটি ট্রফির মতো প্রদর্শিত করা হয়েছে।”