‘নুসরাত-মিমিরা তৃণমূল লুটেপুটে খাচ্ছেন’, কড়া জবাব অভিনেত্রীর

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এক মন্তব্যে রীতিমতো ঝড় বইছে সেখানকার রাজনীতিতে। তার দাবি, তৃণমূলে থাকা উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরাত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতা-নেত্রী ‘লুটেপুটে খাচ্ছেন’।

আর তার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। যেখানে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে টেনে এনে টিকিট দিয়ে ভোটের মাঠে নামিয়েছেন। সেখানে তার দলেরই এক প্রতিমন্ত্রীর বক্তব্যে অবাক হয়েছেন অনেকে।

শ্রীকান্ত মাহাতোর কড়া জবাব দিয়েছেন বসুরহাটের সংসদ সদস্য টালিউড সেনসেশন নুসরাত জাহান। মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুনও ছেড়ে কথা বলেননি।

নুসরাত বলেন, উনি নিজের বুদ্ধি-বিবেচনায় কথা বলেছেন। দলের কে সম্পদ, কে সম্পদ নয় সেটা মানুষ ঠিক করবেন। আমরা এখানে মানুষের সেবা করতে এসেছি। উনার মন্তব্য নিয়ে আমাদের কিছু যায়-আসে না। বেশি কাজ আর কম কথা বলা উচিত।

শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে পাল্টা দিয়েছেন জুনও। তিনি বলেন, উনি যে ভুল কথা বলেছেন, সেটা উনি জানেন। এই বক্তব্যের জন্য তাকে সঙ্গে সঙ্গে কারণ দর্শাতে বলেছে দল। এর জন্য দলকে অনেক ধন্যবাদ। উনি একজন মন্ত্রীও বটে। আমি আশা করব এই ধরনের মন্তব্য উনি আর করবেন না।

শ্রীকান্তর বক্তব্যে অনেকটাই অস্বস্তিতে পড়ে তৃণমূল। এ হেন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শ্রীকান্তকে কারণ দর্শাতে বলা হয়। সেই নির্দেশ পাওয়ার পরেই সুর বদল করেন শ্রীকান্ত।

শ্রীকান্ত বলেন, আমি ভুল করেছি। দলের কাছে ভুল স্বীকার করেছি। আবেগবশত আমি ভুল বলেছিলাম।