অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশের দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, ভারতে বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা।
রবিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন। তিনি বলেন, “দুর্গাপূজার সময় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো এবং দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার ফ্যাসিস্টদের দোসর ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা।”
এছাড়া খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের কারণে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মেডিক্যাল টেস্টে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত শনিবার খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, এই সহিংসতার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার মন্তব্য করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পার্বত্য এলাকায় সংঘর্ষে ভারতের অংশ রয়েছে।” তবে নয়াদিল্লি এই মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের কোনো ভিত্তি নেই।
