“শেহবাজ শরিফকে মালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট প্রদান”

“শেহবাজ শরিফকে মালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট প্রদান”

প্রবাস

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM) পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে তাঁর নেতৃত্ব ও সুশাসনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করেছে।

বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক প্রধান ও পাহাংয়ের টেংকু আমপুয়ান, টেংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইসকান্দারিয়া এই ডিগ্রি প্রদান করেন।

টেংকু আজিজাহ শেহবাজ শরিফের চার দশকের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক সহানুভূতির প্রশংসা করে বলেন,

“শেহবাজের প্রবর্তিত পাঞ্জাব এডুকেশন এনডাওমেন্ট ফান্ড হাজারো শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করেছে।”

শেহবাজ শরিফ সম্মাননা গ্রহণ করে বলেন,

“এই স্বীকৃতি আমার জন্য গভীর গৌরব ও কৃতজ্ঞতার বিষয়। নেতৃত্ব মানে মানুষের সেবা করা—এটাই আমার জীবনের মূল দর্শন।”

তিনি আশা প্রকাশ করেন, এই সফর মালয়েশিয়া ও পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি তিনি মুসলিম বিশ্বের ঐক্য, সহমর্মিতা ও নৈতিক দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল, উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির, আইআইইউএম প্রেসিডেন্ট তান স্রি আবদুল রশিদ হুসেইন, রেক্টর প্রফেসর এমিরিটাস দাতুক ড. ওসমান বাকর, এবং মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহসান রেজা শাহ।

শেহবাজ শরিফের তিন দিনের সরকারি সফর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাকিস্তান সফরের প্রতিদান হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যা দুই দেশের কূটনৈতিক ও শিক্ষা সহযোগিতা আরও গভীর করেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই সম্মাননা মুসলিম বিশ্বের নেতৃত্ব, শিক্ষা ও নৈতিক দক্ষতার মেলবন্ধন প্রদর্শন করে এবং দুই দেশের মধ্যে সফট ডিপ্লোমেসি ও একাডেমিক বিনিময়ের একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করে।