১১ বছর আগে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত এই অভিনেত্রী মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নানা বিষয়ে আলোচনায় থাকেন। শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন ছাড়াও দুবাইয়ে ব্যবসা নিয়ে তিনি আলোচনায় থাকেন।
এবার নতুন সিনেমা ‘বিবর’-এ নাম লেখালেন মিষ্টি জান্নাত। সামাজিক মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লিখেছেন, “একটি নতুন সিনেমা করতে যাচ্ছি, নাম হচ্ছে ‘বিবর’।”
সিনেমাটির পরিচালনা করবেন সাইমন তারিক ও তার টিম।
অভিনেত্রী আরও জানিয়েছেন, “আরও তিনটি সিনেমার কাজ খুব দ্রুত শুরু হবে। মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছি। তাই গত মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পারিনি।”
মিষ্টি জান্নাতের নতুন সিনেমা ও প্রজেক্ট নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
