রাশমিকা মান্দানা কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ নয়, জানালেন অভিনেত্রী

রাশমিকা মান্দানা কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ নয়, জানালেন অভিনেত্রী

বিনোদন

কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে অভিনয় জীবন শুরু করা রাশমিকা মান্দানা এরপর তামিল, তেলুগু ও হিন্দি—বিভিন্ন ভাষার ছবিতে কাজ করেছেন। ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে রীতিমতো প্যান-ইন্ডিয়ান তারকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।

কিন্তু এই নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছেন রাশমিকা। শোনা গিয়েছিল, যে ইন্ডাস্ট্রি তাঁকে সুযোগ দিয়েছে, সেই কন্নড় ছবিগুলোতে তিনি কেন কম কাজ করছেন। এমনকি কিছু ভক্ত তাঁকে কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধের ডাকও দিয়েছিল।

সম্প্রতি কন্নড় ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তি পাওয়ার পর অভিনেত্রী প্রথমবার এই ছবির বিষয়ে মুখ খুললেন। রাশমিকার কথায়, “দেখুন, ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দেখা হয়ে ওঠেনি। সম্প্রতি আমি ছবিটি দেখেছি এবং নির্মাতাদের (‘কান্তারা’ টিম) বার্তাও পাঠিয়েছি। তারা ধন্যবাদ জানিয়ে উত্তর দিয়েছেন।”

নিষিদ্ধ হওয়ার গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, “ইন্ডাস্ট্রির ভিতরে কী ঘটে তা সাধারণ মানুষ জানেন না। আমাদের ব্যক্তিগত জীবন অনলাইনে শেয়ার করার মতো নয়। কারও ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কী বলল, তাতে কিছু যায়-আসে না। আমাদের কর্মজীবন সম্পর্কে মন্তব্য শুনে আমরা তা অনুযায়ী কাজ করি। এখনো পর্যন্ত আমি ওই ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হইনি।”

রাশমিকার এই মন্তব্যের মাধ্যমে শেষ হয়েছে কন্নড় ইন্ডাস্ট্রিতে তাঁর নিষিদ্ধ হওয়ার গুঞ্জনের কল্পকাহিনী।