চীনা পণ্যে ১০০% শুল্ক আর সফটওয়্যার রফতানিতে নিয়ন্ত্রণ আনতে যাচ্ছে ট্রাম্প

চীনা পণ্যে ১০০% শুল্ক আর সফটওয়্যার রফতানিতে নিয়ন্ত্রণ আনতে যাচ্ছে ট্রাম্প

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মাস থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রফতানির ওপরও নতুন নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি।

এর আগে আরেক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, চীন তাদের বিরল জ্বালানি রফতানিতে কড়াকড়ি আরোপ করে ‘শত্রুতাপূর্ণ আচরণ’ করছে। তার দাবি, এ মাধ্যমে চীন বিশ্বকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে।

ট্রাম্প আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক থেকে সরে দাঁড়ানোরও হুমকি দিয়েছেন তিনি। যদিও পরে জানান, বৈঠক এখনও বাতিল হয়নি, তবে তা আদৌ হবে কিনা সে বিষয়ে তিনি অনিশ্চিত।

তার ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা যায়। প্রধান সূচক ২ দশমিক ৭ শতাংশ কমে বন্ধ হয়েছে, যা গত এপ্রিলের পর সবচেয়ে বড় পতন।