মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড পেলেন চার প্রবাসী বাংলাদেশি

মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড পেলেন চার প্রবাসী বাংলাদেশি

প্রবাস

মানবসম্প্রীতি ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মালদ্বীপে আয়োজিত হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫-এ চারজন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি পুরস্কৃত হয়েছেন।

রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের ‘হিউম্যান হারমনি কনফারেন্স ও অ্যাওয়ার্ড ২০২৫’-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের আসরে বাংলাদেশসহ আটটি দেশের মোট ৪০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা হলেন:

  • কায়সার হামিদ হান্নান – এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট ও মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহ-সভাপতি

  • মোহাম্মদ আলী – বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য, ডিবিসি নিউজ ও দৈনিক কালের কণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি

  • সিআইপি মো. সাহাবুদ্দিন – ব্যবসায়ী

  • মো. মোশাররফ হোসাইন – গ্লোবাল রিসোর্স এসডিএন বিএইচডি’র পরিচালক

এছাড়া, মিস স্টার্স ইউনিভার্স বিজয়ী ও মডেল অন্যা আফরিনকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব, যিনি বলেন, “মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও বাণিজ্য—এই পাঁচটি খাতই টেকসই উন্নয়নের মূল স্তম্ভ। এশীয় দেশগুলোর সম্মিলিত উদ্যোগে মানবতার বন্ধন আরও সুদৃঢ় করা জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা, নেপালের সাবেক পর্যটনমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, মালদ্বীপের ক্রীড়া উপমন্ত্রী হোসাইন নিহাদ, এবং ইসলামিক বিষয়ক উপমন্ত্রী আব্দুল জালিল ইসমাইল।

সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, যিনি আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটনকে সমৃদ্ধ করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহজ ভিসানীতি প্রণয়নের গুরুত্বের উপর জোর দেন।

পুরস্কারপ্রাপ্তরা জানান, এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি তাদের জন্য গর্বের। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরে তারা সম্মানিত বোধ করছেন এবং ভবিষ্যতে মানবসম্প্রীতি ও সামাজিক উন্নয়নে আরও কাজ করার অনুপ্রেরণা পাচ্ছেন।