‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচিতে ৫,৯৭২ জন বিদেশি নিবন্ধিত

‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচিতে ৫,৯৭২ জন বিদেশি নিবন্ধিত

প্রবাস

মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম (MM2H) কর্মসূচির নতুন শর্ত অনুযায়ী, ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত ৫,৯৭২ জন বিদেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন। এ তথ্য সংসদে জানিয়েছেন পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি তিওং কিং সিং।

মন্ত্রী জানান, এর মধ্যে ২,১৩৪ জন মূল অংশগ্রহণকারী এবং ৩,৮৩৮ জন নির্ভরশীল। অংশগ্রহণকারীদের মধ্যে চীনা নাগরিক ৩,৪১৪ জন সবচেয়ে বেশি। চীনের পর তালিকায় রয়েছে তাইওয়ান (৬১১ জন), হংকং (২৯২ জন), সিঙ্গাপুর (১৮৪ জন) এবং যুক্তরাষ্ট্র (১৭৪ জন)। পূর্বের সরকারি হিসাব অনুযায়ী, ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বাংলাদেশি অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩,৬০৪ জন।

মন্ত্রী আরও বলেন, কর্মসূচিটি দীর্ঘমেয়াদি সামাজিক ভিসা প্রদান করে, তবে এটি বিদেশি নাগরিকদের মালয়েশিয়ার নাগরিকত্ব দেয় না। যারা নাগরিকত্ব পেতে চান, তাদেরকে জাতীয় নিবন্ধন বিভাগের মাধ্যমে আবেদন করতে হবে, যা ফেডারেল সংবিধানে বর্ণিত শর্ত অনুযায়ী পরিচালিত হয়।

নতুন নীতিমালার অধীনে, অংশগ্রহণকারীদের মালয়েশিয়ায় স্থাবর সম্পত্তি ক্রয় ও মালিকানা অর্জন বাধ্যতামূলক। এই কর্মসূচি ২০০২ সালে চালু হয় এবং মূলত পেশাজীবী, অবসরপ্রাপ্ত ও উচ্চ আয় সম্পন্ন বিদেশিদের দীর্ঘমেয়াদে মালয়েশিয়ায় বসবাসে আকৃষ্ট করতে পরিকল্পিত। মন্ত্রী এই তথ্য সংসদে লিখিত প্রশ্নের জবাবে প্রদান করেন।