মালয়েশিয়ায় বিএনপি প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে জোরদার করছে সাংগঠনিক কার্যক্রম

মালয়েশিয়ায় বিএনপি প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে জোরদার করছে সাংগঠনিক কার্যক্রম

প্রবাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মালয়েশিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, জাতীয় পরিচয়পত্র (NID) প্রাপ্তি এবং পোস্টাল ভোটে অংশগ্রহণকে উৎসাহিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) পান্ডামারান শাখা বিএনপি-র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পান্ডামারান শাখার সভাপতি মো. মনির হোসেন এবং পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এস. এম. বশির আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ, যিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দেশের নেতা তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটারদের বিস্তারিতভাবে পোস্টাল ভোটে অংশগ্রহণ করে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস. এম. রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন এবং সদস্য জসিম উদ্দিন। এছাড়াও আলোচনায় অংশ নেন পান্ডামারান শাখার সাধারণ সম্পাদক মো. শাহিন, সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন, জামাল হোসেন ও শাহিন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।