স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত

প্রবাস

কুয়েতে গত কিছুদিন থেকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। ফলে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে দেশটি।

 

কয়েকদিন থেকে কুয়েতে করোনা প্রাদুর্ভাব কমতে শুরু করে। যে কারণে শিথিল করা হয়েছে লকডাউনের সময়সূচি। খুলে দেওয়া হচ্ছে সব ব্যবসা প্রতিষ্ঠান।

 

করোনা সংক্রমণ হ্রাসের খবরে আনন্দিত প্রবাসীরা। স্বাভাবিক চলাফেরার সুযোগ পেয়ে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছেন তারা। প্রবাসী হুমায়ূন আলী সমকালকে বলেন, ‘করোনা আতঙ্কে দীর্ঘদিন কোথাও যাওয়া হয় নাই। তাছাড়া বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট বন্ধের কারণে দেশে যেতে পারছি না। এখন ফুসরৎ মেলায় অবসর সময়ে বন্ধুদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঘুরতে বের হয়েছি।’

 

সুলাইবিয়া হোটেল ব্যবসায়ী কুয়েত প্রবাসী শফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘লকডাউন শিথিল হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সংখ্যা আগের চেয়ে বাড়তে শুরু করেছে। ছুটিতে দেশে আটকাপড়া প্রবাসীদের কারণে কর্মী সংকটে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তাই দেশে আটকাপড়া প্রবাসীদের দ্রুত কর্মস্থলে ফেরাত সর্বোচ্চ চেষ্টা চালানোর জন্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছেন।’

 

করোনাভাইরাসের উচ্চঝুঁকিতে থাকা দেশেগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। যে কারণে কুয়েতের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে। কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞায় থাকা উচ্চঝুঁকির দেশের তালিকায় থাকা বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের প্রবাসীদের ফেরার বিষয়ে এই সপ্তাহে সিদ্ধান্ত হবে।