আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতার ঘটনায় আটক কেউ ভোটের আগে মুক্তি পাবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মশালায় এই সতর্কবার্তা দেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম।
ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। এখনই সততা ও নিষ্ঠা দেখানোর সময়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে। তবে উদ্দেশ্যমূলক বা অন্যায় কিছু করলে কেউ রেহাই পাবে না।”
একই অনুষ্ঠানে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকেই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের সুবিধার্থে আগামী ১৬ নভেম্বর একটি মোবাইল অ্যাপ উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে তারা নিবন্ধন ও তথ্য যাচাই করতে পারবেন।
