মাইলস্টোন দুর্ঘটনায় আ'হ'ত ৭ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা বিএনপির

মাইলস্টোন দুর্ঘটনায় আ’হ’ত ৭ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা বিএনপির

জাতীয়

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত সাত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত শিক্ষার্থীদের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

আমিনুল হক বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। বিএনপি সব সময় জনগণের দুঃসময় ও সংকটে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।