bd news 1971

দূষণমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

জাতীয় দেশ জুড়ে বাংলাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে একটি সুস্থ, সুন্দর, দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ উপহার দেয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। এ লক্ষ্যে তিনি ওয়াটার পল্যুশন কন্ট্রোল অর্ডিন্যান্স, ১৯৭৩ জারি করে দূষণ নিয়ন্ত্রণ কর্মসূচি আরম্ভ করেন। কিন্তু তিনি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি।

 

 

তার রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে দূষণমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে। আজ রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়ায় সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।

 

 

মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার। মন্ত্রণালয় ও এর অধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।

 

 

পরিবেশমন্ত্রী বলেন, ‘এটা আসলে অত্যন্ত বেদনার বিষয় যে, যুদ্ধবিধ্বস্ত প্রিয় মাতৃভূমিকে যখন তিনি স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন, ঠিক সে মুহূর্তে স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রে কিছু বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট

 

রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধুকে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ সপরিবারে নির্মমভাবে হত্যা করে।’ আলোচনা সভার পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।