আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানো ও সাতজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ (১২ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, চানখারপুলে ছয়জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণও আজ হবে।
এছাড়া জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এ।
তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখও আজ ধার্য রয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ২১ আসামির মধ্যে চারজন গ্রেফতার রয়েছেন।
