সোনাক্ষী সিনহা প্রথমবার মসজিদে প্রবেশ, আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ভ্রমণ

সোনাক্ষী সিনহা প্রথমবার মসজিদে প্রবেশ, আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ভ্রমণ

বিনোদন

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফরে প্রথমবার শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ-এর ভেতরে প্রবেশ করেন। এই অভিজ্ঞতা তার জন্য এক নতুন অনুভূতি ছিল, যা নিয়ে তিনি নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সোনাক্ষী বলেন, মন্দির ও গির্জায় বহুবার গিয়েছেন, কিন্তু মসজিদের অভ্যন্তরে আগে কখনো সুযোগ হয়নি। তাই এই সফরটি তার কাছে বিশেষ এবং আনন্দদায়ক। মসজিদের শান্ত পরিবেশ এবং স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

এই সফরে সোনাক্ষীর সঙ্গে ছিলেন তার স্বামী জহির ইকবাল। সোনাক্ষীর উচ্ছ্বাসে হালকা মজা করে তিনি বলেন, “আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।” জাহিরের এই মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন।

উল্লেখ্য, সোনাক্ষী ও জহিরের বিয়ে প্রায় দেড় বছর পূর্ণ হতে চলেছে। ভিন্নধর্মে বিয়ের কারণে আগে কিছু কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে, তবে পরে এ নিয়ে কোনো বিতর্ক দেখা যায়নি।