পরিবার ও সমাজের বিরুদ্ধে লড়াই, ঝড় তুলেছে রণবীরের নতুন সিনেমা

বিনোদন

বিনোদন ডেস্ক : গ্রামের পঞ্চায়েত প্রধান জোর্দারের বাবা। বাবার পর প্রধান হবে সে কিন্তু তার পর কে হবে তাই নিয়ে দুশ্চিন্তা। কারণ তার একটাই সন্তান এবং সেটি মেয়ে। মেয়েকে প্রধান হিসেবে মেনে নেবে না সমাজ। এদিকে, বাবার পুরুষতান্ত্রিক আচরণে সবর্দা সায় দিলেও তার স্ত্রী ২য় বার সন্তানসম্ভবা হলে সেই অবস্থান ধরে রাখতে পারেনি জোর্দার।

কারণ স্ত্রীর দ্বিতীয় সন্তানও মেয়ে হবে; এটা জানার পর তার গর্ভপাত করাতে চায় জোর্দারের বাবা-মা। অনাগত মেয়ে সন্তানের জন্য নিজ বাবা-মা, পরিবার ও সমাজের বিরুদ্ধে লড়াইয়ে নামে জোর্দার। জোর্দার চরিত্রে আছেন রণবীর সিং। নারীর প্রতি বৈষম্য এবং নারীর অধিকার রক্ষার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে। ট্রেলার রিলিজ হতেই আলোচনার ঝড় তুলেছে রণবীরের নতুন সিনেমা। ইতিমধ্যে ২ কোটি মানুষ দেখেছে ট্রেলারটি।

গ্রামের পঞ্চায়েত প্রধানের ভূমিকায় আছেন বোমান ইরানি। আর রণবীরের মায়ের ভূমিকায় আছেন রত্মা পাঠক শাহ। ‘জয়েশভাই জোর্দার’ ছবিটি পরিচালনা করেছেন দিব্যাং ঠাকুর এবং প্রযোজনা করেছেন মনীষ শর্মা। ছবিটি মুক্তি পাবে আগামী ১৩ মে। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে।