১০ বছর পর ফিরছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই মুন্নি

১০ বছর পর ফিরছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই মুন্নি

বিনোদন

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’, যা সেই সময়ে ব্লকবাস্টার হয়েছিল। সিনেমাটিতে মুন্নি চরিত্রে হারশালি মালহোত্রা দর্শকের মন জয় করেছিলেন। সেই ছোট্ট মুন্নি এবার বড় পর্দায় ফিরে আসছেন, এবং বড় পরিসরে দক্ষিণী সিনেমা ‘অখণ্ডা-২’-তে তার অভিষেক হতে যাচ্ছে।

তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে ‘অখণ্ডা-২’-এর একটি অনুষ্ঠানে হারশালির অংশগ্রহণ দেখা গেছে। অনুষ্ঠানে তার অভিনয়কে প্রশংসা করেছেন বালাকৃষ্ণ।

হারশালি মালহোত্রা সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টে লিখেছেন, “মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; ছিল অনুভূতি, স্মৃতি ও হৃদস্পন্দন। দর্শক তাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমাকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। এত বছর ধরে আমি শিখেছি, বেড়ে উঠেছি এবং নিজেকে প্রস্তুত করেছি। একদিন ফিরে আসব, শুধু সেই ছোট্ট মেয়ে হিসেবে নয়, বরং সম্পূর্ণ নতুন এক অভিনেত্রী হিসেবে।”

তিনি আরও বলেন, “মুন্নি ছোট্ট ছিল, কিন্তু স্মৃতির ভেতর সে বড় জায়গা করে নিয়েছিল। এত বছর পর আবার একটি গল্প নিয়ে ফিরছি। এবার শব্দের সঙ্গে নতুন এক আলো হয়ে ছড়াতে আসছি। প্রতিটি দৃশ্যে আমি আমার পুরো চেষ্টা ঢেলে দিয়েছি। এবারও চাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, হাততালি আর স্নেহ।”

‘অখণ্ডা-২’ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অখণ্ডা’ এর সিক্যুয়াল। সিনেমায় বালাকৃষ্ণকে দ্বৈত চরিত্রে দেখা যাবে এবং তার বিপরীতে রয়েছেন সংযুক্তা মেনন। এছাড়াও অভিনয় করেছেন আদি পিনিশেঠি, শমনাম, প্রাজ্ঞ জয়সওয়াল, শাশ্বত চ্যাটার্জি, কবির দুহান সিং ও তরুণ খান্না। সিনেমাটি মুক্তি পাবে ৫ ডিসেম্বর।

প্রসঙ্গত, হারশালি ২০০৮ সালে জন্মগ্রহণ করেছেন। মাত্র ২১ মাস বয়সে প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন। পরে আরও কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। তবে জনপ্রিয়তা পেয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’ থেকে।