বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের নারী নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর বিশ্ব এবং ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের জন্মদিনে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করেন তিনি। একই সঙ্গে নারীর নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন বিশ্বকে বদলে দিচ্ছে। এই পরিবর্তন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেও ছাপ ফেলছে। তারেক রহমান জানান, আজকের পৃথিবী আমাদের সন্তানদের জন্য আগের প্রজন্মের তুলনায় ভিন্ন এবং চ্যালেঞ্জপূর্ণ। সুযোগ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ঝুঁকিও।
নারী নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, দেশের মেয়েরা, মায়েরা, বোনেরা যাতে কোনো ধরনের ভয়-ভীতি ছাড়াই অনলাইনে ও অফলাইনে নিরাপদে থাকতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। প্রতিদিনই নারীরা হয়রানি, হুমকি, বুলিং ও সহিংসতার শিকার হন— যা বন্ধ করতে রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নারী সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি পাঁচটি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নের পরিকল্পনা করছে বলে তিনি জানান। এতে রয়েছে—
১. ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম: সাইবার বুলিং, হুমকি, প্রতারণা বা ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ জানাতে ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত রেসপন্ডার।
২. পাবলিক লাইফে নারীর সুরক্ষা প্রোটোকল: সাংবাদিক, শিক্ষার্থী, কর্মী বা কমিউনিটি নেত্রীদের জন্য আইনি ও ডিজিটাল সহায়তা নিশ্চিতকরণ।
৩. ডিজিটাল সেফটি শিক্ষা: স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং সচেতনতা কর্মসূচি।
৪. কমিউনিটি পর্যায়ে প্রতিক্রিয়া ব্যবস্থা: নিরাপদ যাতায়াত, রাস্তার আলো উন্নয়ন, কমিউনিটি হেল্প ডেস্ক ও ট্রমা-সেনসিটিভ রেসপন্ডার নিয়োগ।
৫. নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি: লিডারশিপ ট্রেনিং, মেন্টরিং নেটওয়ার্ক এবং শিশু যত্ন সুবিধা সম্প্রসারণ।
তারেক রহমান বলেন, নারী যত নিরাপদ ও ক্ষমতায়িত হবে, বাংলাদেশ তত দ্রুত এগিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
