পিঠের মাসল দেখাতেই ট্রলের মুখে সামান্থা!

পিঠের মাসল দেখাতেই ট্রলের মুখে সামান্থা!

বিনোদন

ব্যক্তিগত জীবনে নানা ঝড়–ঝাপটা সামলেও নিয়মিত কাজ করে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। জটিল রোগে ভুগলেও নিজেকে ফিট রাখতে কোনো ছাড় দিচ্ছেন না তিনি। তার ফিটনেস যাত্রার মূলে রয়েছে শৃঙ্খলা, ধৈর্য ও কঠোর পরিশ্রম—এ কথা বারবারই প্রমাণ করছেন অভিনেত্রী।

শুক্রবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে সামান্থা জানান, কখনোই ভাবেননি তার পিঠ এত শক্তিশালী হতে পারে। কিন্তু দীর্ঘদিনের তীব্র প্রশিক্ষণ তার সেই ধারণা বদলে দিয়েছে। তিনি বলেন, কয়েক বছর আগে শক্তিশালী পিঠ গড়ে তোলার আশা ছেড়ে দিয়েছিলেন। মনে করেছিলেন এটি তার জিনে নেই। কিন্তু কঠোর পরিশ্রম তাকে ভুল প্রমাণ করেছে।

তিনি লিখেছেন, শক্তির প্রশিক্ষণ শুধু চেহারায় পরিবর্তন আনে না, বরং জীবনযাপন, স্বাস্থ্য এবং বয়সের সঙ্গেও গভীরভাবে জড়িত। বয়স বাড়ার সঙ্গে শক্তি-প্রশিক্ষণই সবচেয়ে বড় সহায়ক হতে পারে। সামান্থা আরও লেখেন, কখনো যদি মনে হয় কিছুই বদলাচ্ছে না—তবুও হাল ছাড়া উচিত নয়। ভবিষ্যতের নিজেকে সাহায্য করতে আজই চালিয়ে যাওয়া প্রয়োজন।

যদিও অনেকে তার পোস্টে প্রশংসা করেছেন, তবে কয়েকজন তাকে রোগা বলে ট্রল করেছেন। একজনের মন্তব্যের জবাবে সামান্থা স্পষ্ট ভাষায় লিখেছেন—‘যখন আমার প্রয়োজন হবে তখন আমি আপনার পরামর্শ চাইব।’

এদিকে কাজের দিক থেকে সামান্থা সম্প্রতি ‘শুভম’ ছবিটি প্রযোজনা করেছেন। বর্তমানে তিনি রাজ–ডিকে জুটির সঙ্গে ‘রক্ত ব্রহ্মণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিরিজে কাজ করছেন। আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াতও এতে অভিনয় করছেন। সিরিজটি ২০২৬ সালে মুক্তির সম্ভাবনা রয়েছে।