দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)–এর কর্মকর্তার ছদ্মবেশে একদল অস্ত্রধারী প্রায় ৭ কোটি রুপি লুট করেছে। বেঙ্গালুরুর ব্যস্ত সড়কে দিবালোকেই সংঘটিত এই ডাকাতিকে পুলিশ ‘পরিকল্পিত অপারেশন’ হিসেবে উল্লেখ করেছে।
বুধবার ১৯ নভেম্বর স্থানীয় সময় দুপুরে ছয়জনের একটি দল টাকা বহনকারী গাড়ি থামিয়ে লুট করে নেয় এই বিপুল পরিমাণ অর্থ। ভ্যানে ছিল চালক, ক্যাশ কাস্টডিয়ান এবং দুইজন অস্ত্রধারী নিরাপত্তারক্ষী।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার সিমান্ত কুমার সিং জানান, ডাকাতরা নিজেদের আরবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে বলে যে এত বড় পরিমাণ টাকা পরিবহনের প্রয়োজনীয় নথি যাচাই করতে হবে। তারা নিরাপত্তারক্ষী ও ক্যাশ কাস্টডিয়ানকে অস্ত্রভ্যানে রেখে এসইউভিতে উঠতে বলে এবং চালককে নির্দেশ দেয় টাকা নিয়ে ভ্যান চালিয়ে যেতে।
কয়েক কিলোমিটার যাওয়ার পর ডাকাতরা ভ্যান থামিয়ে চালককে নামিয়ে দেয় এবং এসইউভিতে থাকা কাস্টডিয়ান ও রক্ষীদের নামায়। এরপর বন্দুক ঠেকিয়ে ভ্যানের টাকা নিজেদের গাড়িতে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
যে এলাকায় ডাকাতি হয়েছে সেখানে সিসিটিভি কভারেজ খুবই কম, যা তদন্তকে আরও কঠিন করে তুলেছে। পুলিশ সন্দেহ করছে, ডাকাতরা একের বেশি গাড়ি ব্যবহার করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ব্যবহৃত এসইউভিতে ছিল নকল নম্বরপ্লেট এবং ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা স্টিকার।
