নায়িকার নাচে উন্মত্ত জনতা, রণক্ষেত্রে পরিণত হয় অনুষ্ঠানস্থল!

নায়িকার নাচে উন্মত্ত জনতা, রণক্ষেত্রে পরিণত হয় অনুষ্ঠানস্থল!

বিনোদন

উত্তরপ্রদেশের বারাবকী জেলাে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং। রাত ১০টার পরে মঞ্চে উঠে পারফরম শুরু করলে হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অভিনেত্রীর উপস্থিতিতে দর্শকদের উত্তেজনা চরমে পৌঁছায়। শত শত মানুষ মঞ্চে পৌঁছানোর চেষ্টা শুরু করেন, ব্যারিকেড ভাঙতে থাকেন এবং চেয়ারও ক্ষতিগ্রস্ত হয়। এই সময় মঞ্চে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন হয়।

অক্ষরা আতঙ্কিত হয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। ঘটনাস্থলের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আয়োজক কমিটি জানিয়েছে, রামনগর তহসিলের মুরানিক মহাদেব ধামে উৎসবের জন্য নায়িকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও কমিটি দর্শকদের জন্য আলাদা বসার ব্যবস্থা ও চারপাশে ব্যারিকেড বসিয়েছিল, তবু উপস্থিতি প্রত্যাশার চেয়ে দ্বিগুণ হওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

প্রশাসনের সহায়তায় অক্ষরাকে নিরাপদ স্থানে সরানো হয়। আয়োজকরা দর্শকদের নিয়ন্ত্রণের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।