কারাগারে ইমরান খানের মৃ'ত্যু গুজব ছড়ালো সামাজিক মাধ্যমে

কারাগারে ইমরান খানের মৃ’ত্যু গুজব ছড়ালো সামাজিক মাধ্যমে

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগারে মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভারত ও আফগানিস্তানের কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে বিষয়টি আরও ভাইরাল হয়ে যায়।

গুজবের মধ্যেই ইমরান খানের তিন বোন—নরীন খান, আলীমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে দাঁড়িয়ে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে পুলিশের নৃশংস হামলার শিকার হন তারা। তাদের দাবি, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

এ ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যা অবিলম্বে প্রকাশ করা উচিত। পাশাপাশি পরিবারের সদস্যদের সাক্ষাৎ নিশ্চিত করা এবং মৃত্যু গুজব ছড়ানোর পেছনের কারণ তদন্তেরও দাবি জানিয়েছে পিটিআই।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। দীর্ঘ সময় তাকে পরিবারের কারও সঙ্গে দেখা করতে না দেওয়ায় সমর্থকদের মধ্যে সন্দেহ ও হতাশা আরও বাড়ছে।