রোমান্স–বন্ধুত্ব–পরিবারের গল্পে ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’, পর্দায় নতুন জুটি তৌসিফ–নীলা

রোমান্স–বন্ধুত্ব–পরিবারের গল্পে ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’, পর্দায় নতুন জুটি তৌসিফ–নীলা

বিনোদন

রোমান্সের পাশাপাশি পরিবার, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ফিল্মটি অনলাইনে প্রকাশ করা হয়েছে।

হাসিব হোসাইন রাখির পরিচালনায় ৯০ মিনিটের এই ওয়েব ফিল্মে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নবাগত শাম্মি ইসলাম নীলা।

তৌসিফ মাহবুব বলেন, “‘ফার্স্ট লাভ’ ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার চতুর্থ কাজ। আমাদের নীলার এটি প্রথম প্রজেক্ট, তাই গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। আশা করছি দর্শকরা ফিল্মটি পছন্দ করবেন।”

এই ফিল্মের মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয়ে অভিষেক হচ্ছে শাম্মি ইসলাম নীলার। এর আগে তৌসিফের একটি নাটকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও প্রধান চরিত্রে ‘ফার্স্ট লাভ’-ই তার প্রথম কাজ।

নীলা বলেন, “এই কাজটি আমার জন্য খুবই বিশেষ। এমন একটি গল্পে অভিনয় করতে চেয়েছিলাম, যা মানুষের মনে জায়গা করে নেবে। ‘ফার্স্ট লাভ’-এর গল্প শুনেই নিজের সঙ্গে সংযোগ খুঁজে পেয়েছি। দর্শকরাও জীবনের কোনো না কোনো সময় এই গল্পকে অনুভব করতে পারবেন।”