রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করলে ইউরোপ বড় ক্ষতিতে পড়বে: সতর্ক করলেন পুতিন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করলে ইউরোপ বড় ক্ষতিতে পড়বে: সতর্ক করলেন পুতিন

আইন-আদালত

রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করলে ইউরোপীয় দেশগুলো কোনোভাবেই সুবিধা করতে পারবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন, ইউরোপ যদি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে মস্কো ইউক্রেন অভিযানের তুলনায় কয়েকগুণ বেশি শক্তি নিয়ে মাঠে নামবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

পুতিনের অভিযোগ, রাশিয়া সরাসরি লড়াই চায় না; বরং শান্তি প্রক্রিয়ার জন্য তারা প্রস্তুত। কিন্তু ইউরোপীয় নেতারা ইচ্ছাকৃতভাবে আলোচনা বাধাগ্রস্ত করছেন। তার দাবি—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকেও অযৌক্তিক শর্ত জুড়ে দিয়ে জটিল করে তুলছে ইউরোপীয় পক্ষ, যা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “ইউরোপীয়দের কোনো শান্তির এজেন্ডা নেই। তারা যুদ্ধ চায়। তারা এমন দাবি তোলে যা আমাদের জন্য অগ্রহণযোগ্য, আর পরে ব্যর্থতার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করে। আমরা ইউরোপের সঙ্গে লড়াইয়ের পরিকল্পনা করছি না—এ কথা বহুবার বলেছি।”

পুতিন আরও সতর্ক করে বলেন, “তারা যদি হঠাৎ যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা পুরোপুরি প্রস্তুত। আর সেই সংঘাত ইউক্রেনের বিরুদ্ধে আমাদের অভিযানের মতো ছোট পরিসরে হবে না। তখন আলোচনার সুযোগও থাকবে না।”