বিপিএলে অনুশীলনের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন।
ম্যাচের আগে ওয়ার্ম আপ করছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। সে সময় খেলোয়াড়দের সঙ্গেই মাঠে উপস্থিত ছিলেন কোচ জ্যাকি। হঠাৎ তিনি অচেতন হয়ে পড়লে মাঠেই দ্রুত তাকে সিপিআরসহ প্রাথমিক জরুরি চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিজ্ঞ কোচ।
তার আকস্মিক মৃত্যুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমে আসে শোকের ছায়া। সতীর্থ কোচ, ক্রিকেটার ও সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিপিএলের একাধিক আসরে তিনি বিভিন্ন দলের কোচিং স্টাফে ছিলেন। এছাড়া ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
