দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া অভিনেত্রী হিনা খান এখন নতুন শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। চিকিৎসা এখনও চলমান থাকা অবস্থায় অভিনেত্রী প্রবল শ্বাসকষ্ট এবং কাশির সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।
হিনা জানিয়েছেন, মুম্বাইয়ের বায়ুদূষণ মাত্রা (AQI) ২০৯-এ পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি লিখেছেন, “এটা কী হচ্ছে? নিঃশ্বাসও নিতে পারছি না। এই কারণে বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না। অনবরত কাশি হচ্ছে, বিশেষ করে সকালের দিকে সমস্যাটা আরও বেড়ে যায়।”
২০২৪ সালে প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছেন হিনা খান। কেমোথেরাপি ও অস্ত্রোপচারের পরও নিজের শারীরিক ও মানসিক অবস্থা অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করেছেন তিনি।
ক্যান্সারের সঙ্গে লড়াই করেও হিনা ছোটপর্দার রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে দেখা যাচ্ছে। অসুস্থতার মধ্যেই রকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
একটি পর্বে হিনা জানান, “আমি কাজ করতে চাই। কেউ সরাসরি বলেনি যে আমি এখনো সুস্থ নই, কিন্তু বুঝতে পারি—আমার অসুস্থতার কারণে মানুষ দ্বিধায় থাকে।”
এই বাস্তবতা সত্ত্বেও হিনা খান হাল ছাড়ছেন না। অসুস্থতা কাটিয়ে আবার পুরোপুরি কাজে ফেরার আগ্রহ এবং ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
