স্বামীর প’র্নো কে‘লেঙ্কা‘রি নিয়ে মুখ খুললেন শিল্পা শেঠি

বিনোদন

প’র্নো ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহের মামলায় স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের পর বলিউড অভিনেত্রী শিল্পী শেঠির জীবনে ঝড় বয়ে যাচ্ছে। নিজেকে যতদূর সম্ভব আড়ালে রাখছেন।

 

তবুও ট্রল, মিম ও সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। স্বামীর প’র্নো কেলেঙ্কারির ঘটনায় শিল্পার কোনো ভূমিকা খুঁজে না পাওয়া গেলেও ভারতীয় নেটিজেনদের বিষবাক্যের তীরে বিদ্ধ হচ্ছেন প্রতিনিয়তই।

 

 

গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিল্পার স্বামী ধনকুবের রাজ কুন্দ্রাকে গ্রে’প্তার করে মুম্বাই পুলিশ।এরপর টানা চার দিন চুপ ছিলেন শিল্পা। অনবরত ট্রলের শিকার হয়ে অবশেষে মুখ খুললেন এই লাস্যময়ী অভিনেত্রী। বিদ্রোহী ঢঙে জানালেন, তিনি এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত। কোনোমতেই হার স্বীকার করবেন না।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের পৃষ্ঠা শেয়ার করেছেন শিল্পা। যেখানে শুরুতেই মার্কিন লেখক জেমস থার্বার একটি উক্তি লেখা – ‘রাগ হলে পেছনে ফিরে দেখবেন না। আর ভয় পেলে সামনের দিকে দেখবেন না। নিজের চেতনাকে জাগরিত করতে চারদিকে চোখ রাখুন।’

 

 

 

পৃষ্ঠার সবচেয়ে নিচে লেখা আছে – ‘আমি দীর্ঘ এক শ্বাস নিই, এই ভেবে যে আমি জীবিত আছি। আর আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আমি আগে অনেক কঠিন পরিস্থিতির সঙ্গে সংঘর্ষ করেছি। আর আগামী দিনেও কঠিন চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করব। আমাকে আমার মতো করে বেঁচে থাকার জন্য আর কেউ এখন বিভ্রান্ত করতে পারবে না।’

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে স্পট ফিক্সিংয়ের মামলায় অভিযুক্ত ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। তাকেও গ্রে’প্তারও করা হয়েছিল। আইপিএল দল রাজস্থান রয়্যালসে একটি অংশীদারিত্ব ছিল রাজ কুন্দ্রার। তবে থেকেই পুলিশি নজরদারিতে ছিলেন রাজ। সম্প্রতি এক মডেল-অভিনেত্রীর অভিযোগের ক্লু ধরে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসে।

 

 

প’র্নোভিত্তিক চলচ্চিত্র তৈরির মূল হোতা হিসেবে রাজকে গ্রে’প্তার করে পুলিশ। গ্রে’প্তারের পর থেকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে রাজকে। আজ (শনিবার) তাকে আদালতে পেশ করা হবে। প’র্নোগ্রাফি মামলায় রাজের ভূমিকা নিয়ে আদালত আজ তার রায় শোনাবেন। তাই ইনস্টাগ্রামে শিল্পা শেঠি জানিয়ে রেখেছেন, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এবং তা মোকাবিলা করতে প্রস্তুত তিনি।

তথ্যসূত্র: এনডিটিভি

Continue Reading