ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সিদ্ধান্তে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ায় বাংলাদেশের সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এ পরিস্থিতির প্রেক্ষিতে বিসিবি বিবেচনা করছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্ত বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সকল সদস্যের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেই সভায় বোর্ডের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
গত মাসের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাঁহাতি পেসারকে ছাড়ার সিদ্ধান্ত বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত করা হয়েছে। এক বিসিসিআই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানান, “আমরা বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং মতামতও নেওয়া হয়নি।”
শনিবার বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছাড়ার ঘোষণা দেন। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।”
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের জবাবে বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
