আবাহনীর লক্ষ্য ১০ ওভারে ৭০ রান

খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচ ডে হচ্ছে ডাবল হেডার। প্রতিটি ম্যাচ ডেতেই মাঠে নামবে প্রতিদ্বন্দ্বী ১২টি দল। সকাল ৯টায় শুরু হবে তিনটি ম্যাচ। আবার দুপুর ১টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এ কারণে, নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ করারও বাধ্য-বাধকতা আছে।

এবারের প্রিমিয়ার লিগ শুরু হলো আজ (সোমবার) থেকে। সকাল ৯টায় নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও বৃষ্টির বাগড়ায় দু’বার খেলা বন্ধ হয়ে যায়। মিরপুরে শেষবার খেলা বন্ধ হয় আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাবের ইনিংস শেষ হওয়ার পর। ততক্ষণে পারটেক্সের সংগ্রহ দাঁড়িয়েছিল ৫ উইকেট হারিয়ে ১২০ রান।

বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে আবাহনীর কাছ থেকে ঠিক অর্ধেক তথা ১০টি ওভার কেটে ফেলা হলো। কিন্তু নির্ধারণ করা হলো জটিল একটি লক্ষ্য। জিততে হলে আবাহনীকে করতে হবে ১০ ওভারে ৭০ রান। এই লক্ষ্যেই এখন ব্যাট করতে নামছে মুশফিকুর রহীমরা।

এর আগে আজ সকাল ৯টায় মিরপুরে শুরু হয়েছিল আবাহনী এবং পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। কিন্তু খেলা শুরুর পর এক ঘণ্টা না যেতেই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হঠাৎ বৃষ্টির হানা। আবাহনী ও পারটেক্সের ম্যাচের ১৪ নম্বর ওভারে বন্ধ হয়ে যায় খেলা।

এ সময় পারটেক্সের সংগ্রহ ছিল ১৩.৪ ওভারে ৪ উইকেটে ৭২ রান। তাসাম্মুল ব্যাট করছিলেন ৩৮ রান নিয়ে। বৃষ্টি শেষ হওয়ার পর আবারও খেলা শুরু হয়। পারটেক্স স্পোর্টিং ক্লাব নিজেদের ইনিংস ভালোমতই শেষ করতে পেরেছিল।

কিন্তু শেরে বাংলায় আবারও বৃষ্টির হানা। পারটেক্স ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নামে তুমুল বৃষ্টি। দ্বিতীয় বারের মত বন্ধ হয়ে যায় খেলা।

অবশ্য বৃষ্টি আসার ঠিক আগেই শেষ হয়েছে পারটেক্সের ইনিংস। টস হেরে প্রথম ব্যাটিংয়ে নামা পারটেক্সের সংগ্রহ ৫ উইকেটে ১২০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করে (৫৪ বলে) নটআউট থাকেন তাসাম্মুল হক।

এছাড়া দ্বিতীয় সর্বাধিক ২২ রান করেন মইন খান। আবাহনীর সফলতম বোলার ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ১২ রানে ২ উইকেট দখল করেন এ বাঁ-হাতি স্পিনার।

এ ছাড়া বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা (২/৩১) ও পেয়েছেন ২টি উইকেট। জাতীয় দলের হয়ে খেলা সাইফউদ্দীন ৪ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। আর বাঁ-হাতি স্পিনার আরাফাত সানিও ৪ ওভারে ২২ রানে থেকেছেন উইকেটশূন্য।