স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনা: নি'হ'ত অন্তত ২১, আ'হ'ত প্রায় শতাধিক

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনা: নি’হ’ত অন্তত ২১, আ’হ’ত প্রায় শতাধিক

আন্তর্জাতিক

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় একশ’ যাত্রী। আহতদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির ট্রেন দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের কাছাকাছি এলাকায় লাইনচ্যুত হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে যাত্রা শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যেই ট্রেনটির কয়েকটি বগি পাশের ট্র্যাকে ছিটকে পড়ে।

এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত বগিগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয় এবং এর একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়। কয়েকটি বগি উল্টে পড়ার ঘটনাও ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে স্পেনের জরুরি সেবা সংস্থা। আহত যাত্রীদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “দেশ আজ একটি গভীর বেদনাবিধুর রাত পার করছে।”

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, গুরুতর আহত অন্তত ৩০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে উল্লেখ করলেও এর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘একটি ভয়াবহ দুস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান।

কর্তৃপক্ষ জানায়, প্রথম ট্রেনটিতে প্রায় ৩০০ জন এবং দ্বিতীয় ট্রেনটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।