সাহিত্যনির্ভর চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একই নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা লিসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী, পরীমনি এবং সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো চরিত্রে অভিনয় করা দীর্ঘদিনের স্বপ্ন ছিল তার। তিনি জানান, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন আমার স্বপ্নের চরিত্র কী। আমি সব সময় বলতাম, রবীন্দ্রনাথের কোনো একটি চরিত্রে কাজ করতে চাই। “শাস্তি”র চন্দরা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার জন্য ভীষণ আনন্দের।’
তিনি আরও বলেন, এই চরিত্রটি তার অভিনয়জীবনের একটি বড় তৃপ্তির জায়গা হয়ে থাকবে। নিজের ক্যারিয়ারের বর্তমান ধারা প্রসঙ্গে পরীমনি বলেন, ইদানীং তিনি প্রথাগত বাণিজ্যিক নায়িকা ইমেজের বাইরে এসে শক্তিশালী ও চরিত্রনির্ভর কাজের দিকেই মনোযোগী।
পরীমনির ভাষ্য, ‘শুধু লেহেঙ্গা পরে নাচানাচি করলেই অভিনেত্রী হওয়া যায় না। দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ দরকার। আমার বিশ্বাস, “শাস্তি” সিনেমার চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে।’
তিনি আরও বলেন, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এখন তিনি শুধুই ভালো গল্প ও মানসম্মত কাজের দিকেই মনোযোগ দিচ্ছেন। সাহিত্যভিত্তিক এই সিনেমাটি দর্শকের কাছে ভিন্নমাত্রার অভিজ্ঞতা এনে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
