প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা

বাংলাদেশ নারী ফুটসাল দল প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রোববার অনুষ্ঠিত শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেয়। বাংলাদেশ ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্র অর্জন করে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে।

দ্বিতীয় স্থানে থাকা ভুটান পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট অর্জন করেছে। ফাইনাল ম্যাচে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশ নেওয়ায় ম্যাচে ঢালাই হয়। দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন, এছাড়া লিপি আক্তারও হ্যাটট্রিক পূর্ণ করেন।

কৃষ্ণা রানী সরকার, নিলুফা আক্তার নীলা, নৌশিন জাহান সহ একাধিক খেলোয়াড়ও গোল উৎসবে অংশ নেন।

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ ড্র, পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায়।

শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা নিজেদের করে নিল।