মালদ্বীপে অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ

মালদ্বীপে অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ

খেলাধুলা

চলতি বছরের ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বুধবার (২৪ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান হয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ দেশ হিসেবে রয়েছে ভারত ও পাকিস্তান।

অন্য গ্রুপে রয়েছে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই টুর্নামেন্টের আগে দুইবার সাফের আসর বসেছিল। প্রথমবার ২০২২ সালে শিরোপা জিতেছিল ভারত, আর সর্বশেষ ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের আসরগুলোকে মিলিয়ে যুব সাফ হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি বছর বিভিন্ন বয়সের জন্য আলাদা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে ভারত দুইবার শিরোপা জিতেছে, যেখানে বাংলাদেশ এখনও কোনো শিরোপা জেতে পারে নি। তবে বাংলাদেশ এই পর্যায়ে চারবার রানার্স-আপ হয়ে এসেছে।