ইন্দোনেশিয়ায় রাইডশেয়ার চালকের মৃ'ত্যু'র ঘটনায় বিস্তৃত সহিংস বিক্ষোভ

ইন্দোনেশিয়ায় রাইডশেয়ার চালকের মৃ’ত্যু’র ঘটনায় বিস্তৃত সহিংস বিক্ষোভ

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক রাইডশেয়ার চালকের মৃত্যু ঘটেছে, যার প্রভাবে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার থেকে মাকাসার, জাকার্তা, জাভা, বান্দুং, সেমারাং, সুরাবায়া ও উত্তর সুমাত্রার মেদান শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মাকাসারের এক কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের আগুনে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন স্থানীয় কাউন্সিল কর্মী ও একজন সরকারি কর্মকর্তা। এছাড়া কমপক্ষে চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিক্ষোভকারীরা প্রাদেশিক ও সিটি কাউন্সিল ভবন ঘেরাও করে সমালোচনা জানাচ্ছেন। পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। নিহত চালকের ভিডিও ছড়িয়ে পড়ার পর গর্জনমূলক ক্ষোভ বৃদ্ধি পায়।

নিহত চালক আফান কুনিয়াওয়ান পূর্বের বিক্ষোভেও অংশ নিয়েছিলেন, যেখানে স্বল্প মজুরি ও সংসদ সদস্যদের বিলাসবহুল সুবিধার প্রতিবাদ জানানো হয়েছিল। মাকাসারে বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নিলে কাউন্সিল ও প্রাদেশিক ভবনে আগুন দেওয়া হয়, গাড়ি পোড়া হয় এবং ইটপাটকেল ও মলোটভ ককটেল ব্যবহার করা হয়।

জাকার্তায় শত শত বিক্ষোভকারী এলিট আধাসামরিক পুলিশ ইউনিট (ব্রিমোব) সদর দপ্তরের সামনে সমবেত হন এবং নিহত চালকের মৃত্যায়ের জন্য ইউনিটটিকে দায়ী করেন। পুলিশ জানায়, ঘটনায় সাতজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিহত চালকের পরিবারকে সান্ত্বনা জানান এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান। এটি তার শাসনামলে দেশটিতে সবচেয়ে বড় এবং সহিংস বিক্ষোভ হিসেবে ধরা হচ্ছে।