বর্তমান বলিউডের শীর্ষ নায়িকাদের একজন শ্রদ্ধা কাপুর। ২০২৪ সালে তাঁর অভিনীত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ প্রায় ৯০০ কোটি টাকা আয় করেছে। তবে অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধা একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত।
ক্যামেরার সামনে আসার আগে শ্রদ্ধা বিদেশে কফি বানাতেন ও স্যান্ডউইচ বিক্রি করতেন। চাকরি খোঁজার অ্যাপে তিনি নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোগপতির পাশাপাশি এই দুই জীবিকার কথা উল্লেখ করেছেন। ভারতের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই উপার্জিত অর্থেই চলত তার হাতখরচ। সম্প্রতি তিনি যাদের সে সময় কফি পরিবেশন করেছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন।
শ্রদ্ধা বলেন, “২০০৫ সালে বস্টনে পড়ার সময় যে সংস্থায় কাজ করতাম, সেখানে যেসব মানুষকে কফি পরিবেশন করেছি, তাদের সকলের কাছে ক্ষমা চাইছি।” তিনি তখন বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় ওয়েটারের কাজ করতেন।
শ্রদ্ধা ২০১০ সালে ‘তিন পাত্তি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। শুরুটা সহজ ছিল না, ছবিটি ততটা সাড়া ফেলেনি। পরবর্তী কয়েকটি ছোট চরিত্রের পর ২০১৩ সালে আসে ‘আশিকি ২’, যা তাকে ঘরে ঘরে পরিচিত করে। এরপর ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘হায়দার’, ‘ছিছোড়ে’ এবং ‘স্ত্রী’—সব ছবিতেই শ্রদ্ধা প্রমাণ করেছেন নিজেকে। বিশেষ করে ‘ছিছোড়ে’ তাকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে।
২০২৪ সালের হরর-কমেডি ‘স্ত্রী ২’ শুধু বলিউডে নয়, আন্তর্জাতিক বাজারেও সফল। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৮৮৪ কোটি টাকা আয় করেছে। এই সাফল্য শ্রদ্ধাকে বলিউডের সবচেয়ে ‘ব্যাংকেবল’ তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শ্রদ্ধা সিনেমার পর্দাতেই থেমে থাকেননি; ব্যবসায়িক উদ্যোগেও সফল। সম্প্রতি তিনি অলংকার কোম্পানিতে বিনিয়োগ করেছেন। সিনেমা ও ব্যবসা একসাথে সামলানো শ্রদ্ধাকে বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক বানিয়েছে। তিনি বলেন, “ওটিটি যুগের আগে নারীকেন্দ্রিক ব্যতিক্রমী সিনেমা মুক্তি পেত এবং সফলও হতো। তাই এটা নতুন কিছু নয়।”
