ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্রী সাহিদা আক্তারের মৃ'ত্যু

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্রী সাহিদা আক্তারের মৃ’ত্যু

ঢাকা দুর্ঘটনা দেশ জুড়ে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তায় চলাচলের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাহিদা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী গুরুতর আহত হয়ে মারা গেছেন।

সাহিদা এ বছর ভাঙ্গা মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের শাহাদাত শেখের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাহিদা রাস্তায় হাঁটছিলেন। তখন ঢাকা থেকে খুলনাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে একটি বাসের ধাক্কায় কলেজছাত্রী মারাত্মকভাবে আহত হয়ে মারা গেছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং যান চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, সাহিদা একটি মেধাবী শিক্ষার্থী ছিলেন। এই ট্র্যাজিক ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।