ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে যারা বাণিজ্য করবে, তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যেকোনো এবং সব ধরনের ব্যবসায় ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। খবর জানিয়েছে বিবিসি।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানান, এই শুল্কহার এই মুহূর্ত থেকেই কার্যকর হচ্ছে। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয়।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তেহরানের ওপর আরও চাপ সৃষ্টি করতেই ওয়াশিংটনের পক্ষ থেকে এমন কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোস্টে ট্রাম্প স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, “ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমস্ত বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক দিতে বাধ্য থাকবে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরান ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নতুন এই শুল্ক ঘোষণা ইরানের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
