জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধে শুনানি গ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
মামলায় জুলাই অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, উসকানি ও দমনমূলক নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
এই মামলার অন্য আসামিরা হলেন—
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত,
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ,
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল,
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন
এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।
এদিকে, জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করার কথা রয়েছে আজ। একই দিনে ট্রাইব্যুনালে হাজির করা হয় ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি আখ্যা দিয়ে ৯ তরুণ হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের।
এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।
