মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিংকন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীন ভারত মহাসাগর অঞ্চলে অবস্থান নিয়েছে এই বিশাল নৌবহর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফোর্বস।
মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ এই স্ট্রাইক গ্রুপের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় তিনটি ফুটবল মাঠের সমান দৈর্ঘ্যের এই রণতরী অত্যাধুনিক যুদ্ধপ্রযুক্তিতে সজ্জিত। বহরটিতে ডেস্ট্রয়ারসহ বিভিন্ন ধরনের মোট সাতটি যুদ্ধজাহাজ ও নৌযান রয়েছে।
এ ছাড়াও স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও হেলিকপ্টার, যা আকাশ ও সমুদ্রপথে একযোগে অভিযান পরিচালনায় সক্ষম। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমানবাহী এই রণতরীটি দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন অঞ্চলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি উত্তর-পূর্ব আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করতে ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
