জায়েদ খানের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন তানিয়া

জায়েদ খানের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন তানিয়া

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী তানিয়া আহমেদ অতিথি হয়েছেন জায়েদ খানের জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ। শোতে তানিয়া তার নাটক ও সিনেমার বৈচিত্রময় ক্যারিয়ার, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কাজের অজানা মুহূর্ত শেয়ার করবেন।

জায়েদ খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এ প্রথম তানিয়া তার সঙ্গে র‍্যাম্পে হাঁটেছেন। তিনি বলেন, “বাংলাদেশে ৩৫ বছর আগে র‍্যাম্পের প্রচলন শুরু করেছেন তানিয়া আপা। এতদিন পর যুক্তরাষ্ট্রে তার সঙ্গে র‍্যাম্পে হাঁটতে পেরে গর্বিত।”

শো’টির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড শুক্রবার (৩০ জানুয়ারি) ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেইজে লাইভ সম্প্রচারিত হবে। দর্শকরা এই পর্বে তানিয়ার ক্যারিয়ার, কাজের গল্প এবং জীবনের বিভিন্ন অজানা দিক সম্পর্কে জানতে পারবেন।

জানা গেছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো জায়েদ খান এখনো সেখানে অবস্থান করছেন এবং এখানেই তার নতুন ক্যারিয়ারের অধ্যায় চালিয়ে যাচ্ছেন।