বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা কোপেনহেগেনকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো। এই জয়ে তারা গ্রুপ পর্যায়ে আট ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে গ্রুপ পর্ব শেষ করেছে।
ম্যাচের শুরুতে কোপেনহেগেন এগিয়ে যায় চার মিনিটেই। মোহামেদ এলইউনুসির পাস থেকে ১৭ বছর বয়সী ভিক্তর দাদাসন নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন। তবে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে চমৎকার খেলা উপহার দেয়। ৪৮ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে গোল করেন রবার্ট লেভানদোভস্কি। ৬০ মিনিটে ইয়ামালের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের হাঁটুতে লেগে জালে চলে যায়।
৬৯ মিনিটে রাফিনিয়া পেনাল্টি থেকে গোল করেন, যা দলের ব্যবধান আরও বাড়িয়ে দেয়। ম্যাচের ৮৫ মিনিটে মার্কাস র্যাশফোর্ড অসাধারণ ফ্রি কিকে জালে পাঠান। ম্যাচের শেষদিকে কোপেনহেগেন একটি গোল পেলেও VAR-এর মাধ্যমে অফসাইড হওয়ায় বাতিল হয়।
ম্যাচে বার্সেলোনার বল দখলের হার ছিল ৭৬ শতাংশ, ২৮টি শট নেয় তাদের, যার ১৩টি ছিল লক্ষ্যে। কোপেনহেগেন মাত্র ছয়টি শট নেয়, যার একটি ছিল লক্ষ্যে। এই জয়ের ফলে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে জায়গা করে নেয়।
