প্রিয় শিষ্য তামিমের প্রতি যেকারণে মনঃক্ষুণ্ণ জেমি সিডন্স

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: অবশেষে প্রায় বছরখানেক পরে আবারো টেস্ট ক্রিকেটে মাঠে নেমেছেন তামিম ইকবাল। আর প্রথমবার মাঠে নেমেই শুরুটা করলেন দুর্দান্ত। নিজের জাত চেনাতে ইনিংসের শুরু থেকে হাত খুলে খেলেন এই টাইগার ক্রিকেটার। তাড়া করছিলেন অর্ধশতকের পথে। কপাল খারাপ, ব্যক্তিগত ৪৭ রানের সময় দক্ষিণ আফ্রিকান পেসার ভিয়ান মুল্ডারকে লেগ সাইডে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেলেন তামিম। প্রিয় শিষ্যর এমন আউটে মনঃক্ষুণ্ণ বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

এদিকে সিডন্সের ধারণা, ব্যাট হাতে শুরু থেকে আগ্রাসী ভূমিকায় রান তোলা তামিম চেয়েছিলেন, চার মেরেই ব্যক্তিগত অর্ধশতকের কোটা পূর্ণ করতে। সেটি করতে গিয়েই তালগোল পাকিয়ে ফেললেন তামিম?

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সিডন্স বলেন, ‘আমার মনে হয় তামিম চার দিয়ে অর্ধশতক পূর্ণ করতে চেয়েছিল। পুরো ইনিংসে সে কিভাবে খেলেছে সেটা সে ভুলে গিয়েছিল। সোজা ব্যাটে দারুণ খেলছিল, পা বাঁকা ছিল না। বোলারদের প্রতি তার আগ্রাসী ব্যাটিং দারুণ ছিল। আমাদের ড্রেসিংরুমে স্বস্তি দিয়েছিল। ৪৭ রান করার পেছনে ভালোই খেলেছে। ইনিংসটা আরও বড় হলে ভালো হত।’

তার সঙ্গে আরো যোগ করেন সিডন্স, ‘তামিমের এমন ব্যাটিং ওর জন্য খুবই স্বাভাবিক। টেস্ট ও ওয়ানডেতে শুরুতে সে এমন আগ্রাসীই থাকে, এরপর ধীরে ধীরে উইকেটে সেট হয়। ফাস্ট বোলারদের বাজে বলগুলোই সে শুধু মারে, আর আজ স্পিনারদের দারুণ খেলছিল। সে ভালোভাবে বল ছেড়েছেও, একইসাথে ডিফেন্ড করেছে। রাউন্ড দ্য উইকেটে বল করা বোলারদের বিপক্ষে ও আর শান্ত দারুণ ছিল। আমি মনে করি না আগ্রাসী ব্যাটিংয়ের কারণে আউট হয়েছে ও, এটা নিছক মানসিক কারণ।’