৩ টাকার শিঙাড়া, মাসে প্রায় ৩ লাখ টাকার বিক্রি
এক এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে ইমরানের সঙ্গে আশিকের সম্পর্ক সাধারণ জুনিয়র-সিনিয়রে সীমাবদ্ধ নেই। দুজন একসঙ্গে বাড়ি যান। ক্যাম্পাসে জমিয়ে আড্ডা দেন। অধিকাংশ সময় আড্ডাস্থলটি হয় ভাজাপোড়া শিঙাড়ার দোকান। একদিন শিঙাড়ার দোকান থেকেই ইমরান-আশিক ঠিক করেন, স্ট্রিট ফুডের দোকান দেবেন। আশিকুল ইসলাম জানান, ‘অনেকগুলো স্ট্রিট ফুডের কথা মাথায় এলেও শেষমেশ শিঙাড়াকেই বেছে নিই।’ শিঙাড়া […]
সম্পূর্ণ পড়ুন