মালয়েশিয়া জুড়ে ১২ মে থেকে লক’ডাউন, থাকবে ১ মাস

প্রবাস

করোনা মোকা’বিলায় আগামী ১২ মে থেকে ৭ জুন পর্য’ন্ত দেশ’ব্যাপী কঠো’র লক’ডাউ’নে যাচ্ছে দক্ষি’ণ এশি’য়ার দেশ মাল’য়ে’শিয়া। সোমবার (১০ মে) এ ঘো’ষণা করেছে দেশ’টির প্রধা’নমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

মালয়ে’শিয়ার সংবাদ মাধ্যম মালয় মেই’লের বরা’তে জানা যায়, মুহি’উদ্দিন ইয়া’সিন বলেন, বুধ’বার (১২ মে) থেকে এ লক’ডাউন কার্যকর হবে। তৃতীয় দফার এ সংক্র’মণ প্রথম ও দ্বিতী’য় দ’ফার চেয়ে আরও বেশি ভয়ানক।

সবকি’ছু চালু রেখে সামা’জিক দূ’রত্ব ব’জায় রাখা এক রকম অসম্ভব। মানু’ষকে ঘরে থাকতে বাধ্য করা ছাড়া করো’না সংক্র’মণ রোধ সম্ভ’ব নয় বলে’ও মন্ত’ব্য করেন তিনি।

নতুন এ ঘোষণা অনুযায়ী অতি জ’রুরি প্রয়োজন ছাড়া জে’লা বা আ’ন্তঃরাজ্য ভ্রমণে নিষে’ধা’জ্ঞা’ আ’রোপ করা হয়েছে। বিয়ে, অনুষ্ঠান এমনকি সরকারি বা ব্যক্তিগত আয়ো’জনে গণজ’মায়েত নি’ষি’দ্ধ করা হয়েছে।

রাজ্য ও জেলা’গু’লোতে যাতে কেউ চলা’চল করতে না পারে সে’জন্য বুধবার মধ্যরাত থেকে আই’নশৃঙ্খলা বা’হিনী সড়ক’গু’লো বন্ধ করে দেবে।

তবে স্বাস্থ্যবিধি মেনে ৫০ জনের মধ্যে সী’মা’বদ্ধ থেকে মস’জিদ বা সুরা’ও’তে ঈদের নামাজ আদা’য়ের অনু’মতি দেয়া হয়েছে। এছাড়া ক্রীড়া, শিক্ষাপ্র’তি’ষ্ঠানও বন্ধ রাখার সি’দ্ধা’ন্ত গৃহীত হয়েছে।