শাবনাজ-নাঈমের কন্যা মাহদিয়া’র গানে মুগ্ধ আলী জাফর

বিনোদন

চলচ্চিত্রের প্রেমিক জুটি হিসেবে বাঁধ ভাঙা জনপ্রিয় নাম শাবনাজ-নাঈম। চাঁদনি সিনেমা দিয়ে আলোড়ন তোলা এই জুটির দুই কন্যার মাঝে মাহদিয়া নাইম সিনেমাতে নাম না লেখালেও আছেন বিনোদন জগতের ছায়াতেই।
মাহদিয়া নাইম মুরাদ, গান গাইছেন ও চর্চা করছেন ছোটবেলা থেকেই। দুই বোনের মাঝে ছোট মাহদিয়ার আছে একটি ইউটিউব চ্যানেলও। এবার জন্মদিনে সেই গানের জন্যই পেলেন দারুণ সারপ্রাইজ।

‘মেরে ব্রাদার কি দুলহান’ খ্যাত পাকিস্তানের নায়ক ও গায়ক আলী জাফর স্বয়ং প্রশংসা করলেন মাহদিয়ার গানের।

মাহদিয়া সেই ভিডিওটি তার সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং নিজের উচ্ছাস প্রকাশ করেন।

তিনি লিখেছেন, “একেই বলে আকাশের চাঁদ হাতে পাওয়া..।”
এর আগে রুনা লায়লার ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি কাভার করেছিলেন মাহদিয়া।

গানটি করার পর রুনা লায়লার সঙ্গে দেখা করেন তিনি। রুনা লায়লাও ভূয়সী প্রশংসা করেন তার গানের।

শাবনাজ-নাঈম জুটির বড় মেয়ে নামিরা দেশের বাইরে পড়াশোনা করছেন। নিজে সেভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত না হলেও বোনকে উৎসাহ দিতে কখনই ভোলেন না।

এছাড়াও তাদের পরিবারে গানের চর্চা আছে বলে জানান মাহদিয়া।