সরকারের নির্দেশনা মেনে শপিংমল ও সব ধরনের দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সোমবার সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, শপিংমলসহ সব ধরনের দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এতে শপিংমল ও দোকানপাট খোলা রাখার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এর আগে ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল খুলে দিতে সরকারের কাছে আবেদন করে দোকান মালিক সমিতি। এর পরিপ্রেক্ষিতে তখন স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়।